সাকিব আলম মামুন,
রাংগামাটি জেলা প্রতিনিধিঃ
রাংগামাটির লংগদু উপজেলার আওতাধীন ৪নং বগাচতর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাম্মদ হামিদা বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। বেলা আনুমানিক ২ ঘটিকায় হামিদা বেগমের শারীরিক অবস্থা আরো অবনতি হলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক ভাবে নদী পথে লংগদু সদর হাসপাতালে নেওয়ার উদ্দ্যেশে রওনা হন এবং পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেন বলে বিষয়টি জানিয়েছেন বগাচতর ইউ চেয়ারম্যান এর সহকারী মো. মনির ও ইউপি সদস্য হাজী মো. জমসেদ।
নিহত ইউপি সদস্যের বড় ছেলে মো. মশিউর রহমান জানান, “আমার মা দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। আজকে হঠাৎ করে সে বেশি অসুস্থ হয়ে পড়লে আমরা সাথে সাথেই হাসপাতালে নেওয়ার জন্য রওনা হই, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মারা যান।”