মোঃ রেজাউল করিম মৃধা :
নাটোরের প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর করোনা সংক্রমণ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন নাটোর জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ।
প্রবীণ সাংবাদিক নবীউর রহমান পিপলু নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি একুশে টেলিভিশন ও দৈনিক সমকাল প্রত্রিকার জেলা প্রতিনিধি।
করোনায় আক্রান্ত হবার পর থেকে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন । পরবর্তীতে অন্যান্য সমস্যার উন্নতি হলেও আজ শনিবার ২৫ জুলাই সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।
উল্লেখ্য জেলার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু গত ২০ জুলাই সোমবার করোনায় আক্রান্ত হয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসোলিউসিনে চিকিৎসাধীন আছেন।
ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল আলম জানান, সাংবাদিক পিপলুর গতকাল থেকে কাশি ও শ্বাসকষ্ট একটু বেড়ে যাওয়ায় আজ শনিবার সকালে তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। তবে তার অন্যান্য সমস্যা গুলো তেমন নেই। করোনার সংক্রমণ থেকে মুক্তি লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নাটোর জেলা প্রেসক্লাব , নাটোর ইউনাইটেড প্রেসক্লাব, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান , সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন , জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন, সাধারন সম্পাদক অধ্যক্ষ ইনতাজ আলী , দৈনিক যুগান্তরের লালপুর উপজেলা প্রতিনিধি ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, দৈনিক জন কন্ঠ লালপুর উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম , সাধারণ সম্পাদক দৈনিক জনতা ও পাবলিক বাংলার জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম মৃধা , সাংবাদিক বুলবুল আহমেদ, গুরুদাসপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক , বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উল্লেখিত প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ ।