কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানে মঙ্গলবার (০১ মে) সন্ধ্যায় আলমগীরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অভিনেত্রী ঋতুপর্ণা ও শিল্পপতি সঞ্জয় বুধিয়া।কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) আয়োজিত ‘নায়করাজ রাজ্জাক অ্যাওয়ার্ড’ পেলেন অভিনেতা আলমগীর হোসেন।জমকালো এ অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, অ্যাওয়ার্ডটি একটু ভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে। আগামীতে অভিনয়ের নিরিখে শুধু বাংলাদেশ-ভারত নয়, প্রয়োজনে শ্রীলঙ্কা, পাকিস্তানের চলচ্চিত্র জগতের অভিনেতাও পেতে পারেন।অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা আলমগীর হোসেন বলেন, আমি দু’টি কারণে গর্বিত। একটি হলো অভিনেতা রাজ্জাকের অ্যাওয়ার্ডটি পেয়ে। অন্যটি একইমঞ্চে আমার খুবই প্রিয় সৌমিত্র দা’কেও (কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়) সম্মাননা দেওয়া হলো। এটাও আমার জন্য বড় পাওয়া। নায়করাজের অ্যাওয়ার্ডটি আমি সৌমিত্র দা’র আশির্বাদ হিসেবে বাংলাদেশে নিয়ে যাচ্ছি।