সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনে প্রথম জুমার নামাজে মসজিদে ছিল মুসল্লিদের ঢল। আজান দেওয়ার আগেই বিভিন্ন বয়সের রোজাদার ও মুসল্লিরা মসজিদের দিকে ছুটতে থাকেন। তবে শেষদিকে ঠাঁই হয়নি মসজিদের ভিতর ও বাইরের চত্বরেও। নামাজ শেষে মহান রাব্বুল আলামীনের দরবারে দেশ ও জাতির কল্যাণসহ বিশ্ব উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জুমার খুতবার আগে ইমাম বলেন, ‘পবিত্র রমজান হচ্ছে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। পবিত্র এই মাসে এমন একটি রজনী রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। এই মাস মুসলমানদের ধৈর্য্য ধারণের উত্তম শিক্ষা দেয়। বেশি বেশি রিজিকের বরকত হয়। বেশি করে কুরআন তেলাওয়াত, এবাদত-বন্দেগী, পরোপকারের মাধ্যমে এই পবিত্র মাসকে সম্মান করা উচিত। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।