নওগাঁর আত্রাই উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে কৃষি পূণর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ৭ শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকার বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএনও মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক। এসময় কৃষি অফিসার কে এম কাওছার হোসেন,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, আ’লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাযায়,চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলায় ২ হাজার ৬ শত ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো, গম, সরিষা, চিনাবাদাম, গ্রীস্মঃমুগ, পিঁয়াজ বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। সেইসাথে কৃষি পূণর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ১ শত ৫০ জন কৃষকের মাঝে গম, সূর্যমুখী, চিনাবাদাম, সরিষা, মসুর, খেসারী, টমেটো, মরিচ বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।
মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ জেলা প্রতিনিধি
০১৭১০৯৬৭৫২২
১৯/১১/২০২০