রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়ন বিষয়ক ‘আগামীর রাজশাহী’ শীর্ষক প্রেজেন্টেশন রাজশাহী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র লিটনে’র নিকট উপস্থাপন করা হয়। নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে এই প্রেজেন্টেশন তুলে ধরা হয়। রাসিক মেয়রের আহ্বান ও দিক-নির্দেশনায় বেঙ্গল ইনস্টিটিউট মহানগরী আই বাঁধ থেকে বড়কুঠি হয়ে মিজানের মোড় পর্যন্ত পদ্মাপাড়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো, বাণিজ্যিক, আবাসিক ও বিনোদনকেন্দ্রের ডিজাইন ও পরিকল্পনা করেছে।প্রেজেন্টেশনের পর পরিকল্পনার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রেজেন্টেশন প্রদান করেন- বেঙ্গল ইনস্টিটিউটের রিসার্চ এন্ড ডিজাইন কো-অর্ডিনেটর নুসরাত সুমাইয়া তনি। সাথে ছিলেন বেঙ্গল ইনস্টিটিউটের সিনিয়র রিসার্র্চ এন্ড ডিজাইন অ্যাসোসিয়েট মো. আরফাজ রাজী ও রিসার্চ এন্ড ডিজাইন অ্যাসোসিয়েট সামিরা মারজিয়া।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।