জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ
পটুয়াখালী জেলা।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার লক্ষ জনগণের ভোগান্তি। গলাচিপা উপজেলার ৯০% লোকজন এই ভোগান্তির শিকার মিলছে না জাতীয় পরিচয় পএ দেওয়ার আঙ্গুলের ছাপ ও পরিচয় পএে দেওয়া আইডি নম্বর এর সাথে। প্রতিদিন এই সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। বাচ্চাদের উপবৃত্তির টাকার জন্য বাচ্চাদের মায়েদের আইডি নং নিতে হচ্ছে ঙ্কুল কর্তিপক্ষের তাই অনেক বাচ্চার মায়েদের মোবাইল সিম উঠাতে এসে মিলছে না আইডি নং ও ফিঙ্গারপ্রিন্ট তাই ঙ্কুলের উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার শিক্ষার্থীর।
প্রতিদিন হাজার হাজার মানুষ পাসপোর্ট অফিসে গিয়ে একই ধরনের সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষের। অনেকেই এই ব্যাপারে অজানা হয়ে আছে। যাদের দরকার হয় এবং খোঁজ খবর নিচ্ছেন একমাত্র তারাই যানেন। অনেকের অজানা এই তথ্য এই সমস্যায় পড়ে নাই অনেক সাধারণ মানুষ যাদের মোবাইল সিম সহ পাসপোর্ট এর দরকার হয় না। উপজেলা নির্বাচন অফিসে জিগ্গেস করে যানা যায় যে তাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য প্রতিদিন অনেকেই আসছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তারপরও একই সমস্যায় পড়ে রয়েছেন। নির্বাচন অফিসে কর্তিপক্ষদের জিগ্গেস করলে তারা জেলা নির্বাচন অফিস ও ঢাকা নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করতে বলে এবং জেলা নির্বাচন অফিস ও ঢাকা নির্বাচন অফিস উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলে হয়রানি করা হচ্ছে প্রতিদিন।
এভাবে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন চলতে থাকলে সাধারণ জনগণ কোথায় যাবে। তাই সাধারণ জনগণের দাবি উক্ত বিষয়টি জেলা প্রশাসক মহাদয় সহ উচ্চ পদস্তায়ি কর্মকর্তা সহ সরকারের স্হায়ানীয় মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাচ্ছে। অতিদ্রুত এই ব্যাবস্হা নেওয়ার অনুরোধ যানাচ্ছে ভোগান্তিকৃত সাধারণ মানুষ।