লিয়াকত রাজশাহী : রাজশাহী বাঘা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা শাহিন রেজাকে ফুলেল শুভেচ্ছা ও গিফট দিয়ে বিদায় সংবর্ধনা জানিয়েছেন আড়ানী পৌরসভার দুইবারের সফল মেয়র জননেতা মোঃ মুক্তার আলী।
সোমবার (০১ মার্চ) সকাল ১০ টায় বাঘা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিরুল ইসলাম, আড়ানী পৌর মেয়রের এপিএস মোঃ নাজমুল হোসাইন, মোঃ বকুল ও অংকুর প্রমুখ।
বিদায়ী সংবর্ধনায় উপজেলা নির্বাহি অফিসার মো.শাহিন রেজা বলেন, বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলি সহ সকল মানুষের মধ্যে একটা অন্যরকম কর্মস্পৃহা ও আত্মিক শক্তি রয়েছে। যার ফলে বাঘার মানুষ সবক্ষেত্রে একটু বেশি আন্তরিক।
বাঘাতে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলিয়ে জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানেই যাই না কেন রাজশাহীর বাঘা উপজেলার মাটি ও মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে।