ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার আবু জায়েদ শিকদার (৮৯) আর নেই। সোমবার (২ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে গ্রীন রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।
আবু জায়েদ শিকদার মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে, আত্মীয়স্বজন সহ অসংখ্য শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেঝ মেয়ে ড. নাজমা শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর নামাজে জানাজা বুধবার (৪ জুলাই) বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়ায় অনুষ্ঠিত হবে।
আবু জায়েদ শিকদারের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।