অনুষ্ঠানস্থল থেকে হাফিজুর রহমান শিমুলঃ মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনার রাজধানীর রূপসী বাংলা(শেরাটন হোটেল) গ্রান্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ এর আলোকে মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের ভূমিকা ও দায়িত্ব শীর্ষক মত বিনিময় সভা
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিঃ সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে শুরু হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিঃ সচিব মোঃ মোস্তফা কামাল উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ নুরুল বাসির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিঃ সচিব মোঃ জয়নাল আবেদীন মোল্লা, বিসি/টিআইপি’র’ চিফ অব পার্টি লিসবেথ জোনাভেল্ট, ইনসিডিন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এ,কে,এম মাসুদ আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা জামান।
দিনব্যাপী মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম,
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, বিএনএসকে এর প্রশিক্ষক অচিন মারমা, হিউম্যান রাইটস্ ফ্লিম মেকার জগন্ময় পাল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিটিসির উপজেলা সভাপতি সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা সভাপতি ও বিজয় নিউজ এর সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইউপি চেয়ারম্যান সামিরা সুলতানা, নেয়ামতপুর ইউপি চেয়ারম্যান খায়রুল আলম, কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইউপি সচিব এম কামরুজ্জামান, ইউপি সচিব কাঞ্চন কুমার দে প্রমুখ।
জাতীয় কর্মপরিকল্পনা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সিটিসি’র বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।