পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধান সভা কেন্দ্রে র মানুষ তার উপর আস্থা রেখেছেন কি না তা জানা যাবে আগামী,২,মে। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এ খেলতে গিয়ে আগেই পা ভেঙ্গেছে।তার উপর ভাঙ্গা পা নিয়ে এবার নির্বাচন পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় ঝাঁপিয়ে বেড়িয়েছেন, খোঁড়া বাদসা তৈমুর লঙ্গ এর মতো। তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই কে থামাতে দিল্লি থেকে ঘোন ঘোন বাংলায় বিজেপি র হয়ে প্রচারে আসতে হল ভারত এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরাস্ট্র মন্তী অমিত শাহ ও কৈলাস বিজয়বগী সহ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নারায়ন এবং আরো ডজনখানেক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা। তাদের মূল উদ্দেশ্য হল এবার নির্বাচন পশ্চিম বাংলা থেকে তৃণমূল কংগ্রেস হঠিয়ে বিজেপি র নেতৃত্বাধীন সরকার গড়বে। কিন্তু খোঁড়া তৈমুর লঙ্গ এর মতো লড়াই করা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার বিরুদ্ধে কতটা প্রভাব ফেলবে বিজেপি তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।