হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা দুইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের খরিফ-১/২০২১-২২ মৌসূমে উলশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক ২শ ৫০ জন চাষীর মাঝে বিনামুল্যে বীজ ও রাসয়নিক স্যার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ ইউএনও খন্দকার রবিউল ইসলাম। কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতা সাঈদ মেহেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষক আব্দুর রহিম, ঈমান আলী, বিনয়কুৃষ্ণ ঘোষ প্রমুখ।
এসময় ২শ ৫০ জন কৃষকের প্রতিজনকে বীজ ধান ৫ কেজি, ডিএমপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়।