হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পল্লীততে মৎস্য ঘের থেকে নুরনাহার বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের একটি মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নুরনাহার বেগম (৪০) ওই গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী। থানা ও পারিবারিক সূত্র জানাগেছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিল। সকালে প্রতিবেশী মোশারফ হোসেন ঘেরে আটন ঝাড়তে গিয়ে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। একপর্যায়ে থানাকে অবহিক করা হয়। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শ্যামনগর থানার উপ-পরিদর্শক(এসআই) হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অনন্তপুর গ্রামের জনৈক মোশারফ হোসেনের মৎস্য ঘের হতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।