বন দপ্তর এর উদ্যোগে সুন্দর বন এলাকার জলদস্যু ও চোরা শিকারিদের হাত থেকে রক্ষা করতে কড়া নজরদারি চালাচ্ছে সুন্দর বন পুলিশ। গভীর সুন্দর বন এলাকার বিভিন্ন যায়গায় জলদস্যু ও গভীর সুন্দর বন এলাকার বন্যপ্রাণী বাঁচাতে সাহায্য এগিয়ে এসেছেন পশ্চিম বাংলার বন দপ্তর এবং সুন্দর বন জেলা পুলিশের অধীন অফিসাররা। প্রতিদিন পালা করে গভীর সুন্দর বন এলাকার বিভিন্ন যায়গায় নজরদারি চালাচ্ছে। বিভিন্ন নদীর খাঁড়ি তে ও বিভিন্ন যায়গায় দ্বীপের জঙ্গল এর মধ্যে। কারণ এখন এমনেই গভীর সাগরে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবরদের। কারণ মাছের প্রজনন কাল চলছে। শুধুমাত্র মৌলেদের মধু ভাঙতে যাওয়ার ছাড়পত্র দিয়েছে বন দপ্তর। কিন্তু এর মধ্যে কোন জলদস্যু ও চোরা শিকারিদের দল কোন ভাবেই গভীর সুন্দর বন এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্য সজাগ দৃষ্টি রাখতে চাইছে পুলিশ প্রশাসন ও পশ্চিম বাংলার বন দপ্তর এর অফিসাররা।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।