উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে দুই শত অসহায় মানুষের হাতে মাস্ক তুলে দিলেন নড়াইল ছাত্রলীগের সংগ্রামী নেত্রী সারমিন শরীফ।
চলমান মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসাধারনকে সচেতন করার লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে ২৮ এপ্রিল বুধবার দুপুরে ,নড়াইল জেলার রুপগন্ঞ্জ বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারী, দোকানদার, রিকশা চালক, অটোরিকশা চালক,সহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকদের মাঝে দুই শত মাস্ক বিতরণ করে। পাশাপাশি করোনার ভাইরাস সম্পর্কে জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান নড়াইল জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নিবাস শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সারমিন শরীফ।
ছাত্রলীগ নেত্রী সারমিন শরীফ এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বলেন, দলিও নির্দেশ পালনের পাশাপাশি ,,সম্প্রতি বাংলাদেশে করোনার ভাইরাসের প্রকোপ বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগজনক হারে বাড়ছে। এই ভাইরাসের বিস্তার রোধের একমাত্র উপায় হ’ল সঠিক নিয়ম মেনে চলা। তবে দুঃখের বিষয়, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের বিভিন্ন নির্দেশিকা থাকা সত্ত্বেও জনগণ তা মানতে নারাজ। তাই জনসচেতনতা বাড়াতে এবং জনগণকে সঠিক স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমার ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করছি।