পারাপারে ফেরির অপেক্ষায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আটকে আছে প্রায় ৫ শতাধিক যানবাহন। বর্তমানে এ রুটে ছোট-বড় ২০টি ফেরি চললেও নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যানবাহন পারাপারে দ্বিগুন সময় লাগছে।
ফলে রাজধানীমুখি পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের চাপ বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের সারি প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে।
তবে অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে বলে বিআইডব্লিইটিসি কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে প্রচন্ড গরমে দৌলতদিয়া ঘাটে আটকে পড়া যাত্রীবাহী বাসের যাত্রীরা অতিষ্ট হয়ে যাচ্ছেন। অন্যদিকে বাসগুলো সময়মতো ঢাকায় পৌঁছতে না পারায় ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এর উপর বাড়তি চাপ রয়েছে রাজধানীমুখি পশুবাহী ট্রাক ও ঘরমুখো যাত্রীবাহী বাসের।