লিয়াকত রাজশাহী ব্যুরোঃ করোনায় বিপর্যস্ত বাংলাদেশ। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত এবং শত শত মানুষ মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে। এই অবস্থা থেকে বাঁচতে টিকা প্রদান এখন বেশী গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সেইসাথে সচেতনতা অত্যন্ত জরুরী। এ লক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সামাজিক কল্যাণ সংস্থা ও বারসিক এর যৌথ উদ্যোগে করোনা মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচার অভিযান ও ফ্রি ভেকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (১৯জুলাই) সকাল থেকে নগরীর বড় বনগ্রাম এলাকায় এই নিবন্ধনের কার্যক্রম শুরু করা হয়। নিবন্ধন কার্যক্রম করার পূর্বে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ফ্রি ভেকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রমে উপস্থিত ছিলেন, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী, বারসিক কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি, শরিফুল ইসলাম চঞ্চল, আরিফ হাসান, রিয়াদ ইসলাম, সেতু, ইখলাসুর রহমান রাতুল ও মারুফসহ অন্যান্যরা।