সিরাজগঞ্জের তাড়াশে ধানের বস্তার নিচে চাঁপা পড়ে কামরুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত কামরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের চকজয় কৃষ্ণপুর গ্রামের মৃত ইসাহক মন্ডলের ছেলে।
নিজ বাড়ি থেকে দুই মণ ওজনের ধানের বস্তা মাথায় নিয়ে পাশ্ববর্তী চলনবিলের মধ্যে থাকা নৌকায় নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
যুবকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল শেখ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কামরুল ইসলাম সকাল সাড়ে নয়টার দিকে ধান বিক্রির উদ্দেশ্যে দুই মণ ওজনের একটি ধানের বস্তা মাথায় করে পাশ্ববর্তী চলনবিলের মধ্যে থাকা নৌকায় নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেলে তার মাথায় থাকা ধানের বস্তাটি শরীরের উপর পড়লে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এমতাবস্থায় এলাকাবাসী এসে তাকে উদ্ধার করার কিছুক্ষণ পর তিনি মারা যান।