ভারতের বিচার ব্যবস্থা কে ভারতীয় করন করার জন্য বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী এ এম রামানা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ ভারতের কর্ণাটক হাইকোর্টের বার এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী এ এম রামানা বলেন বহু ভাষাভাষী জনগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের আইন কে বলবৎ করতে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়ে সমাধান করতে হয়। তাই ঔপনিবেশিক আমলের আইন কে কিছু টা মোডিফাইড করে তাকে ভারতীয়করন করা হলে ভালো হয়। কারণ কোন বিশেষ সম্প্রদায়ের ও গোষ্ঠীর মধ্যে কোন কিছুর মিমাংসার রায় দিতে গিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে। কারণ যারা গ্রাম বাংলার মানুষ তারা ইংরেজি জানেন না ভালো করে তার তাদের কাছে আইনের ব্যাখ্যা বোঝা অসম্ভব হয়ে থাকে তেমনি ভাষাগত ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় ও বিভিন্ন ধর্মীয় মানুষের বিভিন্ন নিয়ম কানুন মেনে নিতে এবং তাদের জন্য আইনের অধিকার কে মজবুত করার জন্য ভারতের আইন ও কানুনের মধ্যে ভারতীয়করন দরকার হয়ে পড়েছে। তাই ভারতের সরকারের কাছে দাবি করেন যে ভারতের আইন ভারতীয়করন করা দরকার।।