কোন প্রাপ্ত বয়স্ক নাবালক ও নাবালিকা ভালো বেসে শারীরিক সম্পর্ক স্থাপন করলে সেখানে পকসো আইন প্রয়োগ করা যায় না, বোম্বে হাইকোর্ট।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ ভারতের মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্টের বিচারপতি শ্রী সুনিল দেশমুখ ও বিচারপতি শ্রী নীতীন সূর্যবংশীয় র ঔরঙ্গাবাদ বেঞ্চ এর ডিভিশন বেঞ্চ একটি যুগান্তকারী ঘটনার রায় দিতে গিয়ে বলেন যে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা যদি নিজেদের ইচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরে তা যদি অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পকসো আইন প্রয়োগ করা যাবে না। একটি যুবক, ২০১৫,সালে, একটি সাবালক মেয়ের সম্মতি তে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু তিনি বিয়ের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তাকে বিবাহ করতে অস্বীকার করে। ঔ সাবালক মেয়ে, ২০২০,সালে, বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ঔ যুবক সঙ্গী তার প্রস্তাব অস্বীকার করে। তখন তিনি আইনের মাধ্যমে তার বিরুদ্ধে পকসো আইন প্রয়োগ করতে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত ও সেই মামলার রায় দিতে গিয়ে বোম্বাই হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ এর বিচারপতি শ্রী সুনীল দেশমুখ ও বিচারপতি শ্রী নীতীন সূর্যবংশীয় র ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছেন যে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা যদি নিজেদের মধ্যে সম্মতি ও সেচ্ছায় যদি শারীরিক সম্পর্ক স্থাপন করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পকসো আইন প্রয়োগ করা যায় না।এবং সব বায়ান ও বক্তব্য শোনার পর এই মামলা টি খারিজ করে দেন ডিভিশন বেঞ্চ।।