কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
গতবছর, ১,লা, এপ্রিল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধান সভার বয়াল এলাকায় মক্তার প্রথমিক ইস্কুলে ভোট চলাকালীন সময়ে পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নির্বাচন বিষয়ে কথা বলার সময় ঐ নন্দীগ্রাম বিধান সভার দায়িত্ব থাকা পুলিশ অফিসার শ্রী নগেন্দ্রনাথ ত্রিপাঠী আই পি এস কে বলেছিলেন ভোট ঠিক মতো হচ্ছে কি না। এবং আপনারা নিরপেক্ষ আছেন কি না। তার উত্তরে আই পি এস অফিসার শ্রী নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন যে আমি আমার খাকি পোশাকে দাগ লাগতে দেবনা ভোট চলাকালীন। এই বক্তব্য ভাইরাল হয়ে যায়। আজকের ভারতের মহান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুলিশ অফিসার শ্রী নগেন্দ্রনাথ ত্রিপাঠী আই পি এস কে রাস্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়েছে। তার নাম পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন জনাব আরিজ আফতাব পাঠিয়ে ছিলেন। এবং পশ্চিম বাংলার নির্বাচন কমিশনের সুপারিশ মেনে আরও দুই জন জেলা প্রশাসক ও একজন আই পি এস অফিসার কে রাস্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল ভারতের রাস্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ এর হাত থেকে রাস্ট্রপতি পুরস্কার অর্জন করেন আই পি এস অফিসার শ্রী নগেন্দ্রনাথ ত্রিপাঠী । সাথে সাথে নদিয়ার জেলা প্রশাসক শশাঙ্ক শেট্রি আই এ এস এবং জলপাই গুড়ি জেলার প্রশাসক শ্রীমতী মৌমিতা গোদারা ও বাকুড়ার জেলা প্রশাসক শ্রী রাধিকা আয়ার কে রাস্ট্রপতি পুরস্কার সম্মান প্রদর্শন করা হয়েছে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে। আজ পশ্চিম বাংলার মুখ্যসচিব শ্রী হরিকৃষ্ঞ ত্রিবেদী ও নির্বাচন কমিশনার জনাব মোঃ আরিজ আফতাব এই খবর দিয়েছেন।।