হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, চোরাচালান ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জানুয়ারী) ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী, থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। বছরের প্রথম মাসের এসভায় আলোচকরা বলেন, সম্প্রতি উপজেলা এলাকায় বিভিন্ন সময়ে ছোট বড় চুরী সংঘঠিত হচ্ছে। এজন্য থানা পুলিশের পাশাপাশি সকলকে স্ব-স্ব স্থানে থেকে চোরচক্রদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ দেয়া হয়। বিশেষ করে নবাগত ইউপি চেয়ারম্যানগন এলাকার উন্নয়ন কর্মকান্ডের সাথে সাথে নিজ নিজ ইউনিয়নের পরিবেশ শান্ত রাখতে বিশেষ ভাবে ভূমিকা পালন করতে হবে। এছাড়া উপজেলা এলাকায় অনেকেই আইন অমান্য করে ওয়াপদার যায়গায় পাইপলাইন বসিয়ে লোনা পানি উত্তোলন করে আসছে। তাদেরকে নিয়মের আওতায় এসে ঘের ব্যবসা করতে হবে। তাহলে একদিকে সরকারী সম্পদ রক্ষার পাশাপাশি নিয়মতান্ত্রিক ভাবে স্লুইসগেট দিয়ে পানি উত্তোলনের মাধ্যমে ঘেরে পানি উঠাতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বিজিবি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।