ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ ভারতের সরাস্ট্র মন্ত্রী শ্রী মুরালিধরন কে চিনের সাথে চলতি একটি আন্তর্জাতিক আলোচনা প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে একটি জবাবি ভাষনে জানান যে গত ৬,দশক, ধরে চিন ভারতের জম্মু ও কাশ্মীরের প্রায়, ৩৮,হাজার, বর্গ কিলোমিটার বেআইনি ভাবে জবরদখল করে আছে। এবং ১৯৬৪,সালে, ভারত ও চিনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তখন থেকেই চিন ঐ এলাকা দখল করে রেখেছে। এবং চিন ও তার মিত্র দেশ পাকিস্তানের মধ্যে একটি সীমান্ত চুক্তি স্বাক্ষর হয়। এবং পাকিস্তান ভারতের হাত থেকে প্রায়, ৫১৮০,কিলোমিটার, যায়গা চিন কে দিয়ে দেয়। যদিও চিনের সঙ্গে পাকিস্তানের এই চুক্তির কোন স্বীকৃতি দেয় না ভারত। ভারতের ভূখণ্ডের মধ্যে চিনের এই দখলদারি মনোভাব সবসময় ভাবিয়ে তুলেছে ভারতকে। সেই সঙ্গে চিন ভারতের জম্মু ও কাশ্মীরের লাদাখ ও লে সড়ক সহ কিছু এলাকা তাদের বলে দাবি করেন। এবং ভারতের ও চিনের মধ্যে যে এলাকা নিয়ে বিবাদ সে লাদাখের গ্যাঙগ্যয় উপত্যকা ও শিয়া চিনের বাইরে নিন্ম তিব্বতের এলাকা তাদের বলে দাবি করেন। এবং ভারতের পূর্ব রাজ্যে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। এবং তাদের দাবি গোটা অরুণাচল প্রদেশ টি নাকি চিনের মধ্যে। তবে ভারতের পক্ষ থেকে চিনের দাবি কে উড়িয়ে দেওয়া হয়েছে। ভারত দাবি করছে চিনের জবরদখল করা জমিন ভারতের হাতে তুলে দেবার দাবি জানিয়েছেন চিনের কাছে। তার সত্ত্বেও যদি চিন ভারতের প্রতি হুমকির কারণ হয়ে দাঁড়ায় তাহলে চিন কে তার উপযুক্ত জবাব পেতে হবে বলে জানিয়েছেন ভারতের সরাস্ট্র মন্ত্রী শ্রী মুরালিধরন।।