উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর অফিস কক্ষে গত ৭/২/২২ খ্রিঃ তারিখ একটি লিখিত অভিযোগ দাখিল করেন যে, অভিযোগ কারীর মেয়ে মোছাঃ বদরুন্নেচ্ছা (১৫) গত ইং ২/২/২০২২ তারিখে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়িতে ফিরে আসে না। অনেক খোজাখুজির পর না পেয়ে উক্ত বিষয়টি পুলিশ সুপার, নড়াইল মহোদ্বয়কে অবহিত করলে তিনি বিষয়টি ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে হারানো ভিকটিমকে দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত এএসআই (নিঃ)/মোঃ কামাল হোসেন উক্ত অভিযোগের দায়িত্ব গ্রহণ করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভিকটিম উদ্ধারের জন্য আন্তরিকতার সাথে কাজ শুরু করেন এবং ভিকটিম বদরুন্নেচ্ছা (১৫) কে সুস্থ অবস্থায় উদ্ধার করে । যার প্রতিকার হিসাবে অভিযোগকারী তার মেয়ে মোছাঃ বদরুন্নেচ্ছা (১৫) কে সুস্থ অবস্থায় পেয়ে আনন্দিত হয়। সে পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের ধন্যবাদ জানান।