রবার্ট পার্সিং ওয়েডলো, উচ্চতা ৮ ফুট ১১.০৯ ইঞ্চি, ওজন ১৯৯ কেজি। রেকর্ডস মোতাবেক ইতিহাসের সব চেয়ে লম্বা মানব। বড় ভাইয়ের জন্ম ২২ শে ফেব্রুয়ারি ১৯১৮ ছোট্ট শহর ইলিনিয়স, মিসৌরি’তে। পিটুইটারী গ্রন্থী থেকে নিঃসৃত হরমনের কারনে তার শরীর আমৃত্যু বাড়তেই থাকে। মাত্র ১৩ বছর বয়সে উচ্চতা ছিলো ৭ ফুট ৪ ইঞ্চি। সে সময় তার জন্য বয়েজ স্কাউটে ইউনিফরম বানাতে ৪২ ফুট সমপরিমাণ কাপড় লেগেছিলো। লম্বুজি মাত্র ২২ বছর বয়সে ১৫ জুলাই ১৯৪০ তারিখে মৃত্যুর আগ পর্যন্তও নাকি বাড় বেড়েছিলেন …!!
তথ্য সংগ্রহঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।