লিটন সরকার ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৮নং বিট পারিশামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আশাশুনি থানার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, খাজরা ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশ সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন ও বিট অফিসার এসআই নুরুন্œবী। সমাবেশে অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ সভাপতি দ্বীনেশ চন্দ্র মন্ডল, ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, প্রভাষক বিকাশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু, খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম বাচ্চু, রামপদ সানা, হাসমত আলি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ।
চেয়ারম্যান ডালিম বলেন, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ তার আমলে ইউনিয়নে সন্ত্রাসের রাজস্ব কায়েম করেছিলেন। ২০১১ সালে আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে ত্রাসসৃস্টিকারী, চোর ডাকাত, অপরাধীদের আইনের আওতায় আনি। পরিষদের অর্থদিয়ে তাদেরকে সহযোগিতা দিয়ে ভাল পথে চলতে সহায়তা করি। সাম্প্রতিক সময়ে রুহুল কুদ্দুছ আবারও তাদেরকে মদদ দিয়ে ত্রাস সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। চুরি ডাকাতিসহ আইন শৃংখলা অবনতি ঘটাতে ষড়যন্ত্র চালাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে কোন খারাপ খবর শুনতে হোক তেমনটা খুবই খারাপ লাগে। আমরা বর্তমান ওসির সার্বিক সহযোগিতায় এলাকাকে সন্ত্রাস, চোর ডাকাত, মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছি।
ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, চেয়ারম্যান ডালিমের উদযোগগুলো খুবই ভাল। আমরা তার ভাল কাজের সাথে সবসময় থাকতে চাই। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি বড় হতে চান ভাল কাজ করেন। খারাপ কাজ করে চেয়ারম্যানকে ছোট করার চেষ্টা করলে আপনারা নিজেরাই ছোট হবেন। তিনি বলেন, মনে রাখবেন আপনার জীবনের মূল্য আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আপনার সন্তান পরিবার ও সর্বোপরি রাষ্ট্রের কাছে মূল্যবান। নিজেকে ভাল করুন, নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। আপনরা সমাজ ভাল করতে কাজ করুন। ২৪ ঘন্টা আমাদেরকে পাশে পাবেন।