মোঃ আমিনুর রশিদ মিল্টন
কাউখালি (পিরোজপুর) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে সাতশত পঞ্চাশ গ্রাম অবৈধ গাঁজাসহ মাদক সম্রাট মো. রুবেল মুন্সি (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল ৬টার দিকে উপজেলার কাঠিপাড়া বাবুল তালুকদারের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুবেল পার্শ্ববর্তী কাউখালী উপজেলার চিড়াপাড়া এলাকার মৃত কাশেম মুন্সীর পুত্র। রাজাপুর থানা সেকেন্ড অফিসার এস আই সন্জিব কুমার পাহলান বলেন, রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ রুবেলকে আটক করা হয়।
পরে রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।