সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০৬:৪২ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য ও জাতীয় তাঁতী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের রূপগঞ্জ বেসিক সেন্টারের উদ্যোগে উপজেলার তাঁতীদের প্রাথমিক ও মাধ্যমিক সদস্যরা এ সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ বেসিক সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতী সমিতির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, মাঠ কর্মকর্তা অর্পনা মজুমদার, লাকি আক্তার, রুপগঞ্জ উপজেলা মাধ্যমিক তাঁতী সমিতির প্রেসিডিয়াম সদস্য ও ভুলতা ২নং প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি মেহেদী হাসান। তাঁতি সমিতির সদস্য দেলোয়ার হোসেন, মনির হোসেন, মোহাম্মদ শফিউল আলম, ফারুক হোসেন, মোঃ রিপন মিয়া, বাচ্চু মিয়া, মোশারফ হোসেন, আল-আমিন, মোহাম্মদ বিল্লাল হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।