মোঃ আজিজুুল হাকিম : বয়সের ভারে নুয়ে পড়ে ও অসুস্থতার কারণে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন মোঃ আনসার আলী সাহেব, খাদেমুল আউলিয়া ওরফে খাদেম সাহেব, মাজার শরিফ নলতা, কালীগঞ্জ, সাতক্ষীরা।
অসুস্থ্য মানুষকে দেখতে যাওয়াটা নবীজীর সুন্নাতের তরিকায় পড়ে।খাদেমসাহেবকে দেখতে হাসপাতালে গেলেন আমাদের প্রাণপ্রিয় ,শ্রদ্ধেয় ব্যক্তিত্ব,জনপ্রিয় ,সদালাপে,ভালবাসার মানুষ,আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন- বাংলাদেশএর সুযোগ্য প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা,জনবন্ধু জনাব মোঃ ইউনুছ আলী ভূঁইয়া ওয়াহিদ স্যার।সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ,হযরতে শাহ সুফী আলহাজ্ব খানবাহাদুর আহছান উল্লা (রঃ) এর একান্ত কাছের মানুষ জনাব আলহাজ মোঃ আনসার আলী মহাদয় মাজার শরিফের খেদমত কারী যিনি খাদেম সাহেব নামে পরিচিত।তিনি গুরুতর ভাবে অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।
বাংলার জনবন্ধু বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ ভুঁইয়া(ওয়াহিদ) স্যার অসুস্থ খাদেম সাহেবকে হাসপাতালে দেখতে যান।একজন অসুস্থ মানুষের দেখতে যাওয়াটা মানবীয় গুনাবলীর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য এবং ধর্মীয় আচারে সুন্নতের পরিণয় ঘটানো।
সাথে ছিলেন দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন- বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি সাংবাদিক কবির নেওয়াজ রাজ ভাই।হাসপাতালে তিনজন গুণী মানুষের একই ফ্রেমে ক্যামেরাবন্ধি দৃশ্যটি তুলে ধরা হল।সবাইকে অনুরোধ করছি খাদেম সাহেবকে দোয়া করার জন্য ,আল্লাহ পাক যেনো দ্রুত সুস্থতা দান করেন।