কালিগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান আহসানুল্লাহ এর ছোট বোন ,কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী আরা খানম( ৬০) আর নেই তিনি ১৯ জুলাই মঙ্গলবার বেলা বারোটা চল্লিশ মিনিটে কালীগঞ্জ উপজেলার মহাৎপুর গ্রামে বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। ফেরদৌসী আরা খানম রিনার চাকরির অবসর গ্রহণের মাত্র ৯ দিন বাকি ছিল। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান জামাই সহ আত্মীয়-স্বজন গুণগ্রাহ রেখে যান। মঙ্গলবার সন্ধ্যয় মহৎপুর দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দ্বিতীয় জানাজা নামাজের পর মহাৎপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ফেরদৌসী আরা খানম রিনা আফার মৃত্যুতে -শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় সহ সকল শিক্ষক কর্মচারী। ঈদের ছুটির পর বুধবার স্কুল খুললে সকল শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে । বুধবার ইস্কুলে প্রথম ক্লাসের পর এক দিনের ছুটি ঘোষণা করেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়।