সত্যিই আজও বার বার ফিরে যেতে মন চায় ফেলে আসা সেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে। মনে পড়ে অবাধে ঘোরা ফেরা আর খেলে বেড়ানো সেই সব দিনগুলির কথা।
কার না মনে পড়ে সেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের কথা। দিনগুলি এখন শুধুই স্মৃতি হয়ে আছে। কলেজ , বিশ্ববিদ্যালয়ের সেই বন্ধুদের সাথে জড়িয়ে থাকা স্মৃতি। আজো কাঁদায় ফেলে আসা সেই দিনগুলো।
আজও সেই স্মৃতি মাখা দিনগুলো মনে পড়ে। আর কখনো কি ফিরে আসবে? তা আর সম্ভব নয়।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি আজও নিজেকে তাড়িয়ে বেড়ায়…
লেখকঃ কবির নেওয়াজ রাজ
এমএসএস”রাষ্ট্রবিজ্ঞান,সিসি”জার্নালিজম,এলএলবি।