হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে চেয়ারম্যান মোশারাফ হত্যাসহ ডজন মামলার আসামী ইয়ার আলী তরফদার (৪০) কে আটক করেছে পুলিশ। সে থানা এলাকার শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তরফদারের পুত্র। অস্ত্র আইনে আরও একটি মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দিনগতরাত সাড়ে ১২ টায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু’র নেতৃত্বে উপ পরিদর্শক আব্দুর রহিমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রামের জেহের কাগুজীর বাগান থেকে আটক করা হয়। এসময়ে তার নিকট থেকে দেশীয় তৈরী শাটারগান উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় মঙ্গলবার (১৮ অক্টোবর) মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১৯। উল্লেখ্য যে, কুখ্যাত ইয়ার আলী তরফদারের বিরুদ্ধে কালিগঞ্জের ১ নং কৃষ্ণনগর ইউপি’র চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন হত্যা মামলা সহ কালিগঞ্জ থানা এবং দেশের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশী মামলা আছে। কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে ব্রিফ করেন।