হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ভারতের কবি সাহিত্যিকদের ও শিল্পীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ২টায় জেলার নলতায় পাক রওজা শরীফের গেষ্ট হাউজে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারতের নদীয়ার বিএড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক ড.অম্বেদকর, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ড.অপূর্ব কুমার বিশ্বাস, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক কবি ও সাহিত্যিক ড. এমদাদ হোসেন, সম্পাদক ড. রতন কুমার বাড়ৈ, কলকাতার সরকারী স্পনডার্ড পিটিটিআই এর অধ্যক্ষ ড. অনিমা বাড়ৈ, এবং সার্ক কালচারাল সোসাইটির পিচ এম্বাসাডর এটিএম মমতাজুল করিম, কালিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও কবি এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য প্রভাসক সেলিম শাহারিয়ার, সাংবাদিক শেখ আতিকুর রহমানসহ দুই বাংলার হিতৈষীজনদের সাথে দুই বাংলার শিল্পী কবি সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আগামীতে সাহিত্য সম্মেলনসহ সেতুবন্ধনে আলোচনা হয়।