ওরে কর্মে ডোবা
ছাপোষা পিঁপড়ে
নেইকো যে ঘুম
বিরাম
মনে পড়ে কি
চোরকাটাঁ ভরা মাঠে
ফুটবল দাপিয়ে ছোটা
কিংবা
ইচ্ছে করেই ঘাস মাড়িয়ে চলা
চোরকাটাঁ জড়ানো হাঁটু অবধি
ছাপ লাগা সে পোষাকের কথা
প্রিয়জনের শাড়ি
কিংবা সালোয়ারে আটকে থাকা
প্রেমকাটাঁ ছাড়ানো?
খুঁটে খুঁটে কাটাঁ ছাড়ানো
আর
সে লোভে পথ ছেড়ে বারবার
ওঁকরা মাড়িয়ে চলা
দিনগুলো…
এভাবেই বেলা পেরিয়ে
ঘরে ফেরার
দুরু দুরু বক্ষের স্পন্দন
দিনশেষে
“যদি হই চোরকাঁটা ঐ শাড়ির ভাঁজে”
গানের কথায়
নিজেকে খুঁজে বেড়ানো…
হয়তোবা
আধুনিকার দামী জিন্সে
আটকায় না আজ সে প্রেমকাটাঁ,
আকাশছোঁয়া ইমারতে
শ্বাসরুদ্ধ
ভালোবাসার চোরকাটাঁ
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমীর আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।