মোঃ রাসেল, ইন্দুরকানী উপজেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই দোকানের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সকালে উপজেলার বালিপাড়া বাজারের মেসার্স সাকিল ফার্মেসিকে ০৭ হাজার টাকা ও মেসার্স খশরু ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন,পিরোজপুর ও ইন্দুরকানী থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম জানান, ওষুধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকব।