জঙ্গল রাজ্যে একদিন এক গাধার সঙ্গে বাঘের তর্ক লেগে গেলো…
গাধা বলছে, “ঘাসের রং নীল”।
আর বাঘ বলছে, “আরে নাহ, ঘাসের রং সবুজ”
আলোচনা উত্তপ্ত হয়ে ওঠলো, পশুরা কেউ বাঘের আবার কেউ গাধার পক্ষ নিলো। কোনও সমাধান বা সিদ্ধান্তে না এসে বিষয়টা আরও জটিল হয়ে উঠলো…
শেষমেশ সিদ্ধান্ত হলো বিষয়টি সালিশে যাবে, সকলে জঙ্গলের রাজা সিংহের কাছে গেলো।
রাজ দরবারে সিংহাসনের সামনে পৌঁছানোর আগেই গাধাটি চিৎকার করতে লাগল: “মহারাজ, আমি নিশ্চিত যে ঘাসের রং নীল, তার পরেও কিনা বাঘ বলছে সেটা সঠিক নয়”।
সিংহ : হুমমম,।
গাধা আরও কাছে এসে বললো: “বাঘ আমার সাথে একমত নয়, সে আমার বিরোধিতা করছে এবং আমাকে বিরক্ত করে, দয়া করে তাকে শাস্তি দিন”।
রাজা এলান করলেন: “বাঘকে এক বছর নীরবতার শাস্তি দেওয়া হলো”।
গাধা আনন্দে লাফিয়ে উঠল, ” জিতছি, জিতছি
ঘাসের রং নীল, ঘাসের রং নীল” বলে চিল্লাতে চিল্লাতে জঙ্গলের দিকে ছুটে চললো….
ভগ্ন হৃদয়ে বাঘ জিজ্ঞেস করল: “মহারাজ, আমাকে শাস্তি দিলেন কেন, আপনি কি ঘাসের রং জানেন না ?”
জঙ্গলের রাজা বললেন, “আসলে ঘাস সবুজ”।
বাঘের সপ্রতিভ প্রশ্ন: “তাহলে আমাকে শাস্তি দিলেন কেন?”
সিংহ উত্তর দিল: “ঘাসের রং নীল না সবুজ এর প্রশ্নের সাথে শাস্তির কোনও সম্পর্ক নেই তোমার মতো সাহসী, বুদ্ধিমান প্রাণী গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করা, তুচ্ছ বিষয় রাজ দরবার পর্যন্ত টেনে আনায় তোমাকেই সাজা দেয়া হয়েছে…
সময়ের সবচেয়ে খারাপ অপচয় হলো, গাধার সাথে তর্ক করা। যারা সত্য বা বাস্তবতাকে গুরুত্ব দেয় না। কোনও অর্থহীন আলোচনার জন্য কখনই সময় নষ্ট করা উচিত নয়।
নিজের শান্তিকে গুরুত্ব দিন, মনে রাখতে হবে
অজ্ঞতা যখন চিৎকার করে, বুদ্ধিবৃত্তি তখন স্থবির হয়ে যায়…
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।