প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ থেকে :
সদ্য প্রকাশিত বাংলাদেশের বিভিন্ন ক্যাডেট কলেজের ৭ম শ্রেণি ভর্তির লিখিত পরীক্ষা’২৩ এর ফলাফলে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফের ঐতিহ্যবাহী খানবাহাদুর (কে বি) আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের ২ জন কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দুইজন শিক্ষার্থীর একজন হলো- শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের প্রশান্ত কুমার রক্ষিত এর পুত্র শ্রী প্রিয়ন্ত রক্ষিত প্রান্তিক (রোল-১০২২০০০০৩৬)
এবং অপরজন তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জ উপজেলার ডিআরএম কলেজের সিনিয়র প্রভাষক মো: কামরুল ইসলাম এর পুত্র জারীর কায়সান রাফিদ (রোল-১০২২০০০০৪৮)।
গত ৬ জানুয়ারি’২৩ সারাদেশে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলে তারা খুলনা কেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
সামনে মৌখিক পরীক্ষা পরবর্তী যাতে তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের পূর্বের ধারা অব্যাহত রাখতে পারে সেজন্য তাদের পিতা-মাতা, স্কুলের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ সকলের নিকট দোয়া কামনা করেছেন।