ঢাকা ১ এপ্রিল ২০১৯: স্কুলে অনুপস্থিত, শিক্ষাদানে অনীহা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করায় ওই দুই সাংবাদিককে ফাঁসাতে তাদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় চাঁদাবাজির অভিযোগে হয়রাণীমুলক মিথ্যা মামলা দায়ের করেছে। মামলায় আসমি করা হয়েছে বিএমএসএফ ঝালকাঠি জেলা কমিটির সহ-সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি রুহুল আমিন রুবেল ও দৈনিক ভোরের সময়’র প্রতিনিধি বশির আহমেদ খলিফাকে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করে ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগেরও তদন্তের দাবি জানিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সরকার যখন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগ গ্রহন করছেন ঠিক তখনি এক শ্রেনীর অসাধু শিক্ষক কোচিং ব্যবসা চালিয়ে এবং কর্মস্থলে দায়িত্ব পালন না করে খেয়াল খুশিমত ক্লাস চালাচ্ছেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে বিদ্যালয়ে যাওয়ায় কিছু দুস্টুলোকের ঈন্ধনে তাদের বিরুদ্ধে মামলা করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি করা হয়েছে।
চরভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দে এই মামলা দায়ের করেন।