এম হাফিজুর রহমান শিমুলঃ সম্মিলিত সামাজিক আন্দোলন কালিগঞ্জ শাখার আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ টু শ্যামনগর সড়কের মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন যমুনা নদীর পশ্চিম পাড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. হাবিব ফেরদৌস শিমুলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন আদি যমুনা নদীর কালিগঞ্জ অংশে নদী খননে যে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে তা কল্পনাতীত। ২০১০ সালে ৮০ ফুট প্রশস্ত করে নদীটি খনন করা হয়। কিন্তু বর্তমানে সেই যমুনা নদী ৬০ ফুট খনন করে বাকি ২০ ফুট ভরাট করে দেওয়া হচ্ছে। ওয়াবদা ও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ৪৪টি খাল এবং ৪২ টি বিল এর সাথে সম্পৃক্ত মানুষের জীবন জীবিকায় এই আঁদি যমুনা নদী ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে তা ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন ভারতের ইছামতি নদীর লবণাক্ততা পানি যমুনা নদী হয়ে মাদার নদী দিয়ে মালঞ্চ নদীতে পড়ে। সেই পানি সুন্দরবনের তথা কালিগঞ্জ শ্যামনগর উপজেলার জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের সার্ভে টিম সার্ভে করে ৪ কোটি টাকার স্টিমেট দিয়েছে। কিন্তু বর্তমান খননে এক কোটি টাকাও ব্যয় হবে না বলে সংশ্লিষ্ট সকলের ধারণা। এছাড়াও আদি যমুনা নদী খননে কালিগঞ্জ কিংবা শ্যামনগর অংশের কোথাও প্রকল্পের সাইনবোর্ড নেই। এ ছাড়াও তাদের বিরুদ্ধে সামাজিক উন্নয়নকারীদের অভিযোগ যে, তাদের লাগানো গাছ মাটি চাপা দিয়ে মেরে ফেলা হচ্ছে। এলাকায় কতিপয় ভূমির দুস্য সরকারী জায়গা দখল করে উন্নয়ন বাধা গ্রস্থ করছে। তিনি দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকল দপ্তরে আহ্বান করে বলেন সম্পৃক্ত অভিযুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ সময় আরো বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ হোসেন। জেলা কমিটির সহ- সভাপতি কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মেহেদি, কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির উপদেষ্টা ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, এ্যাডভোকেট শামীম জাহান রুবেল, সংগঠনিক সম্পাদক অনিক মেহেদী প্রমুখ। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও ভুক্তভোগী জনগন উপস্থিত ছিলেন।