মোতালেব বিশ্বাস, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় অনুষদ ভবনের ২০৩ নম্বর কক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোঃ নাছির উদ্দিন মিঝি’র সভাপতিত্বে এবং অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজী এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইস.এ.এন.এম এরশাদ উল্লাহ। আরো উপস্থিত ছিলেন আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.আ.ফ.ম. আকবর হোসাইন, অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মোহাঃ লোকমান হোসেন, অধ্যাপক ড. মোহাঃ জালাল উদ্দীন, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস, অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান, অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম, অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নবীন শিক্ষার্থীসহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ নাছির উদ্দিন মিঝি বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি যোগ্য মানুষ তৈরির প্রতিষ্ঠান। ভিন্ন যোগ্যতা অর্জন করার এবং প্রমাণ কারর সুযোগ এখানে আছে। তাই নিজের মধ্যে আলাদা যোগ্যতা তেরি করতে হবে। আর নিজেকে যোগ্য হিসেবে তৈরি কারর ক্ষেত্র হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেই ক্ষেত্র তোমরা পেয়েছো।