. নীল জোছনার কাছে
<> হাসান হাফিজুর রহমান <>
কেউ ঘরে বসে নেই আজ,
নীল চাঁদের দখলে পুরো আকাশ,
কাছের কিংবা দূরের সব আলো ছাপিয়েছে
ভরা জোছনায়।
তার চোখে চোখ রেখে বললাম,
যা খুঁজেছিলে, তা কি পেয়েছ?
ক্ষণিক নিঃস্তব্ধতা নেমে এলো,
কয়েক মুহূর্ত চেয়ে রইলো নিচের দিকে,
তারপর কি জানি কি ভেবে
দু’হাত মেলে ধরলো শূণ্যে
অসীম আকাশের দিকে
যেন জোছনায় ভিজিয়ে নিচ্ছে নিজেকে।
উজ্জ্বল চোখে ফিরে তাকিয়ে বললে,
আমি নিজেকে খুঁজে পেয়েছি
শত তারাদের মাঝে,
শত আলোকবর্ষ হতে ভেসে আসা
কোনও এক নক্ষের কাছে
খুঁজে পেয়েছি আত্মার অংশটুকুকে।
ভরা জোছনার সব আলো ম্লান হয়ে এলো
তার চোখ থেকে ঠিকরে পড়া হাসিতে,
নৈঃশব্দ্যের কাছে হার মানলো মুগ্ধ আকাশ
আমার আর কিছুই জানা চাওয়া হলো না
নীল জোছনার কাছে….