পূর্ণিমা হয়তো ভুলে গেছেন যার কারণে কাজ না পেয়ে কান্না করতেন বলে দাবি করেছিলেন। তিনিও কখনো নিজেকে সুপারস্টার দাবি করেননি।
সুপারস্টাররা সাধারণত পলিটিক্সের শিকার হয় না। সুপারস্টার সিনেমার ক্ষেত্রে কিছুটা হলেও ক্ষমতা দেখাতে পারে। পূর্ণিমার মত অনেক তারকাকেই বলতে শুনি শাকিব খানকে দোষারোপ করতে। তাদের মতে তারা পলিটিক্সের শিকার। এখানে আমার প্রশ্ন শাকিব খানের সাথে না হয় কাজ করতে পারেননি তাহলে অন্যান্য নায়কের সাথে আপনারা কাজ করেননি কেন? তাদের সাথে জুটি না করে হারিয়ে যাওয়ার দরকার টা কি?
নাকি শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রিতে বিকল্প ভরসা কেউ ছিল না। শাকিব খানের সাথে কাজ না করতে পারা যদি পলিটিক্সের শিকার হয় তাহলে বুঝতে হবে শাকিব খানই ইন্ডাস্ট্রি কি ছিলো।
তারা পলিটিক্সের শিকার বলে নিজের দুর্বলতাকে ডাকতে চায়। কিন্তু ওই উক্তি থেকে উঠে আসে শাকিব খানের একক রাজত্ব এবং ষ্টারডমের স্বীকারোক্তি।