কালীগঞ্জঃ অবশেষে বহ অপকর্মের হোতা, এলাকার ত্রাস, অসংখ্য মামলার আসামী, সন্ত্রাসী দিদার হোসেন (৩২), পুলিশের খাঁচায় বন্দী। নারী নির্যাতন মামলায় কালিগঞ্জ থানা পুলিশ শুক্রবার( ২৮ জুন) দুপুরে তাকে আটক করেছে। সে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মৃত মাদার আলী মোড়লের পুত্র। মাদার আলী মোড়লের দুই স্ত্রীর মধ্যে শেষ পক্ষের সন্তান দিদার।
তার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুকে প্রকাশ্য বাজার ফেলে মারপিট, ঘের ব্যাবসায়ী শ্রীধরকাটি গ্রামের গহর আলী শেখের পুত্র শেখ আব্দুস সালাম কে মারপিট ও অপদাস্ত করা, মুকুন্দ মধু সুদনপুর গ্রামের শাহমত আলী শেখের পুত্র শেখ আব্দুল করিমকে বেধড়ক মারপিট করা, চাঁদাবাজি, ঘের দখল, জমি দখল ও নারী কেলেঙ্কারীসসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ঘের ডাকাতি, চুরি, ছিনতাইয়ের মত গুরুতর অভিযোগ রয়েছে। সে অল্প বয়স থেকে অপরাধ জগতে জড়িত রয়েছে বলে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তার দারা ক্ষতিগ্রস্থ ব্যাক্তিবর্গ এ প্রতিনিধিকে জানান। তারা আরও জানান, দিনমজুর পরিবারের সন্তান দিদার কোনো কাজকর্ম না করলেও চলনে বলনে রাজকীয় হাল। এলাকার সহজ সরল মানুষকে পুলিশের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা তার মুল ব্যবসা। দিদার একটি ডায়াং (৮০সিসি) মটর সাইকেল চালিয়ে দাপটিয়ে বেড়ায়, সেটা ছিনতাই করে আনা কাগজপত্র বিহীন। তার ভাই আব্দুল কাদের মোড়ল (৩৮) জাল কাগজপত্র আর জাল সনদে বিষ্ণুপুর ইউপির ২ নং ওয়াডের গ্রাম পুলিশ হিসাবে চাকুরী নিয়েছে, যা অবৈধ। শীর্ষ সন্ত্রাসী দিদারের যথাযথ শাস্তির জন্য ভুক্তভোগীদের পক্ষ থেকে জোর দাবী উঠেছে। তার আটকের বিষয়ে থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান খানের নিকট জানতে চাইলে তিনি বলেন নারী নির্যাতন মামলায় দিদারকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে।