আবু সাঈদ জামালপুর থেকে ঃ
গত দুই বছর যাবৎ জামালপুরের মাদারগঞ্জে চলছে এক ব্যতিক্রমি মেলা জামাই মেলা।
মেলা চলছে গোটা তেঘুরিয়া গ্রামে জামাইরা এসেছেন তাদের শশুর বাড়িতে কিনছেন বড় বড় মাছ মিষ্টি সহ মুখরোচক সব খাবার।
বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত মেলায় থাকছে উপচে পড়া ভির গত ১৬ ডিসেম্বর থেকে মেলা চলছে এই মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
মেলায় দর্শনার্থীরা বলেন আমরা অনেক দূর থেকে মেলায় আসছি।মেলায় এসে আমাদের খুব ভালো লাগছে। এখান থেকে বিশাল বিশাল মাছ বর বর মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি।
জামাই মেলা পরিচালনা কমিটি (মাসুদুর রহমান মাছুদ) জানান, এইবার আমরা ব্যপক সারা পাচ্ছি এইখানে প্রাই এক হাজার স্টল রয়েছে মাছ থেকে শুরু করে খেলনা সামগ্রী, খাবারের স্টল রয়েছে।
তিনি আরো বলেন এই মেলা একটি গ্রামিণ ঐতিহ্যকে এবং গ্রামীণ শিকড়কে আমরা যে বাঙ্গালির চেতনা সেই চেতনাকে জাগ্রত করার জন্য আমরা এই মেলার উদ্দেগ নিয়েছি।