হাফিজুর রহমান শিমুলঃ গৃহবধু রাফিজা নিখোঁজ হওয়ার ১০ দিন পর ঢাকার গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গৃহবধূ সোমবার (১ লা জুলাই) সাতক্ষীরার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।
সূত্র জানান, কালিগঞ্জে স্বামীর বাড়ি থেকে গত ১৯ জুন বেলা ২ টার দিকে নিখোঁজ হন শ্যামনগর উপজেলার সোরা গ্রামের প্রতিবন্ধী ও হতদরিদ্র হাফিজুর রহমানের মেয়ে রাফিজা বেগম। এঘটনায় ২০ জুন থানায় জিডি করেন গৃহবধূর স্বামী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের নাজিম উদ্দীন গাজীর পুত্র আরিফুজ্জামান সাগর (৩০)। কাউকে কিছু না জানিয়ে ব্যবহৃত স্বর্ণালংকার ও জিনিসপত্র নিয়ে রাফিজা বেগম নিখোঁজ হন বলে উল্লেখ করা হয় ওই জিডিতে। এদিকে রাফিজা বেগমের সহোদর আল আমিন তার বোনকে স্বামী ও শশুরবাড়ির লোকজন গুম করেছে এই মর্মে কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৮। গৃহবধূ নিখোঁজ, অপহরণ ও গুম নিয়ে উভয় পরিবারের বক্তব্য পরষ্পর বিরোধী। এ ঘটনাটি এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূল রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে গত ২৯ জুন সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোবাইল ফোন ট্রাকিং করে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে রাফিজা বেগমকে উদ্ধার করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ গত রবিবার রাতে তাকে থানায় নিয়ে আসেন। ১ জুলাই ওই গৃহবধূ নিখোঁজ হওয়ার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মনির তরফদার।