স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের ঘটনা অস্বাভাবিক নয়। তবে এবার সামনে এসেছে অবিশ্বাস্য এক ঘটনা। ঝগড়া করতে করতে নিজের স্ত্রীকে চার তলা থেকে ফেলে দিয়েছেন স্বামী। রোববার (২৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চার তলা থেকে ফেলে দেওয়ার পর আবার সদয় হয়েছেন ওই স্বামী। উদ্ধার করে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেছেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এরপর হাসপাতাল থেকে পালিয়েছেন স্বামী। আর ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের গোবিন্দপুর এলাকার।
পাষণ্ড ওই স্বামীর নাম বিকাশ কুমার। তিনি ঠিকাদারের কাজ করতেন। শুক্রবার রাতে মাতাল অবস্থায় বাড়ি ফেরেন তিনি। এরপর স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে তিনি নিজের স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ