খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ২যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার(১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় এজাহার ভুক্ত দুই যুবককে মহালছড়ির চৌংড়াছড়ি এলাকা হতে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো, কাটিং টিলা এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহাদাত হোসেন সাজু(২৫) ও চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকার মৃত মেছের আলীর ছেলে মোঃ শাহজালাল টুলু মিয়া(২২)।
মামলার সূত্রে জানা যায়, গত ৯ফেব্রুয়ারী শুক্রবার বেলা ২টার দিকে চৌংড়াছড়ি যৌথখামার এলাকায় ভিকটিম গৃহস্থালি কাজের জন্য পাহাড়ি ঝর্ণা থেকে পানি সংগ্রহ করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা দুই যুবক ভিকটিম এর উপর ঝাপিয়ে পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে তার স্বামী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। ভিকটিম নিজেই বাদী হয়ে গতকাল মহালছড়ি থানায় ধর্ষণ চেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মহালছড়ি থানায় ধারা-৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, আইনে মামলা দায়েরের ২৪ঘন্টার মধ্যে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কর্ট এর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।