হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে অভিযান চালিয়ে ৯ টি চোরাই মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারসহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, থানা এলাকার মৌতলা বাজারের জনপ্রিয় মেশিনারিজ এর গুদাম ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ টি ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল, ১১ টি মোটরসাইকেলের তেলের ট্যাংকি, ৩ টি পুরাতন চেসিস, ৭ টি পুরাতন ইঞ্জিন, ৪ টি পুরাতন ইঞ্জিনের কেসিং, ২ টি আংশিক ইঞ্জিন, ৯ টি চোরাইকৃত সেচ পাম্প উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন এর নির্দেশনায় থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন থানার ইন্সপেক্টর তদন্ত প্রদীপ কুমার সানা, এসআই সুদেব পাল, এসআই বুলবুল হোসেন ও এএসআই শরিফুলসহ পুলিশের একটি চৌকস দল। এ সময় দোকানের মালিক চোরাই মোটরসাইকেল ক্রেতা এবং চোরের গ্যাং লিডার একই থানাধীন পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ ছমেদ আলীর পুত্র শেখ আফছার আলী (৫২)কে আটক করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এই প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন থানা পুলিশের গভীর নজরদারির পর এ অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ৬।