হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে সৌদি বাংলা ফুড এর মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টায় ভোক্তা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোট পরিচালনা করেন। কৃষ্ণনগরের বেলেডাঙ্গা বাজারে সৌদি বাংলা ফুড এর কারখানায় পন্যের মোড়ক ব্যবহার না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ৩৭ ধারায় ১০ হাজার টাকা, ৪২ ধারায় খাদ্য পন্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করায় ১৫ হাজার টাকা, ৪৫ ধারায় প্রতিশ্রুত পন্য বা সেবা যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ৫ হাজার টাকাসহ ৩০ হাজার টাকা জরিমানা করেন সৌদি বাংলা ফুড কতৃপক্ষকে। এছাড়া অতিরিক্ত রং মিশ্রিত ৫ কেজি বুন্দি ভাজা ও দুই কৌটা লেবেল বিহিন রং বিনষ্ট করা হয়। বাজারের সৌদি বাংলা ফুডের মালিক আব্দুল গফফর জরিমানার সমুদয় অর্থ নগদ পরিশোধ করেন। ভোক্তা অধিদপ্তরের অভিযানে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালকের সাথে, ক্যাব সদস্য শাকিবুর রহমান ও কালিগঞ্জ উপজেলার সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান উপস্থিত ছিলেন। এমনিভাবে উপজেলা এলাকার বিভিন্ন হাটে বাজারে ভোক্তা অধিকার এর মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানা গেছে।