পটুয়াখালী জেলা প্রতিনিধি, মৃধা ফয়সালঃ-গত ৭ এপ্রিল সকাল ১১.৩০ মিনিটের সময় হটাৎ ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ের কারণে বাউফলে অসংখ্য বসতবাড়ি, কৃষি ফসল এবং গাছপালা পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কয়েকজন নিহত সহ বহু আহত হন।বিদূৎবিহীন আছেন এখনও অনেক এলাকা।ঝড়ে এত পরিমাণে গাছপালা উপড়ে পরে ব্যাপক যায়গার কারেন্টের তার ছিড়ে যায় এবং অনেক যায়গায় কারেন্টের পিলার পর্যন্ত ভেঙ্গে যায়।যার কারণে বিদ্যুৎ অফিসের লোকজন আজ দুই দিন যাবত কাজ করার পরেও বাউফলের ৭০% এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।
এই রমজানে এবং প্রচন্ড গরমে বিদ্যুৎ বিহীন বাউফলের মানুষ খুব কষ্টে দিন যাপন করছে।
এই বিদ্যুৎ বিহীন ভোগান্তির হাত থেকে বাউফলের মানুষ অতি তাড়াতাড়ি মুক্তি চায়।